তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে বিলের পানি থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে জামালপুর- বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এদিকে মরদেহ বিলের পানিতে ভাসছে এমন খবরে উৎসুক জনতা সেখানে ভীর করছে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা কয়েকদিন আগে হয়ত ওই অজ্ঞাত যুবককে হত্যা করে নিরিবিলি স্থান হিসেবে আমুলা বিলের রেলব্রিজের নিচে মরদেহ ফেলে রেখে গেছে। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পঁচে গেছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।
এসএইচ