সর্বশেষ সংবাদ

সুখবর দিতেই রংপুরে আসছেন প্রধানমন্ত্রী: বাণিজ্যমন্ত্রী

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুরের জনসভায় প্রধানমন্ত্রী এবারেও সুখবর দিবেন। কিন্তু কি সেই সুখবর, রংপুরবাসী প্রধানমন্ত্রীর মুখে তা শুনুক, সেটাই চাই। প্রধানমন্ত্রী ২০১১ সালে রংপুরে এসে রংপুর বিভাগের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন। তিনি তার সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে তার ব্যক্তিগত চাওয়া কি জানতে চাইলে তিনি জানান, তিস্তার দুই পারের উন্নয়ন, তাড়াতাড়ি গ্যাসের সংযোগ, ইন্ডাস্ট্রিয়াল বেইল করা, অর্থনৈতিক জোন করা, চলমান ৬ লেনের রাস্তার কাজ আরও ত্বরানিত করা।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেল, চিনি, ডাল আমাদের ইমপোর্ট করতে হয়। গ্লোবালি দাম কমলে আমাদের এখানেও কমে। কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগটা নেয়। যার ফলে মাঠ পর্যায়ে কমতে হয় তো একটু সময় লাগে। অনেক দেশে পণ্যের দাম কমেছে কিন্তু বাংলাদেশে কমেনি। এ বিষয়ে আমাদের কোনো দুর্বলতা রয়েছে কিনা এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কোন দূর্বলতা নেই। আমাদের হয়তো জনবল সংকট রয়েছে, তারপরও সরকার এ বিষয়ে খুবই সিরিয়াস। আমাদের দেশের অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে। তারপরও আমরা চেষ্টা করছি। ১ কোটি মানুষকে সাশ্রয়ী মুল্যে আমরা চাল, ডাল, তেল টিসিবির মাধ্যমে দিচ্ছি। এ বিষয়ে সরকার যথেষ্ট সংবেদনশীল। সাধারণ মানুষের প্রতি খেয়াল রাখছে। আমাদের দেশের হিসেবে প্রায় তিন কোটি, সাড়ে তিন কোটি মানুষ দারিদ্রসীমার নিচে আছে। তারপরও আমরা ৫ কোটির বেশি মানুষকে এই সুবিধাগুলো দিচ্ছি। আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দেবেন। এ উপলক্ষে খোঁজখবর নিতে দুই দিনের সফরে এসেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত