কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় অবলোকন মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ডঃ মোজাম্মেল হক খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় উপ-কমিশনার (ট্রেনিং) মোহাম্মদ আরিফুজ্জামান, জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক, জাতীয় উপ কমিশনার শহীদুল ইসলামসহ বাংলাদেশ স্কাউটস এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এই কর্মসূচিতে শতাধিক সুপারি গাছের চারা রোপন করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, বাংলাদেশ স্কাউটস এবছর সারা দেশে ৫০ লক্ষ গাছ রোপনের কর্মসূচী গ্রহণ করেছে।
এসএইচ