সর্বশেষ সংবাদ

মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাষিদের পুরস্কার বিতরণ ও মাছ অবমুক্ত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, প্রাণি সম্পদ অফিসার শুভাশিষ কর্মকার, সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ শরীফুল হক আকন্দ, সহকারী মৎস্য অফিসার মো. গিয়াস উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তিন জন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন অতিথিরা।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত