সর্বশেষ সংবাদ

নিরব, ইমনকে নিয়ে আবারও একই মন্তব্য করলেন আফরান নিশো

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে চিত্রনায়ক নিরব ও ইমনের ব্যক্তিগত জীবন নিয়ে ‘খোঁচা’ কথা বলেন সদ্য বড় পর্দায় পা রাখা অভিনেতা আফরান নিশো।

সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিবাহিত হলে, সকলকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না। ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমার বন্ধু নীরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’

তবে নিশোর এমন বক্তব্য ভালোভাবে নেয়নি নিরব। প্রতিক্রিয়া জানিয়ে নিশোর উদ্দেশে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসও দেন তিনি। সেখানেই একাংশ নিরব লেখেন, ‘বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না।’

এমন কী নিশো বিবাহিত জীবন গোপন রেখেছেন বলেই মন্তব্য নিরবের।

তবে এবার নিরব-ইমনকে নিয়ে নিজের আগের বক্তব্য বিষয়ে মুখ খুললেন নিশো। রোববার প্রকাশিত ভারতীয় আরেক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিয়ে-সন্তান প্রসঙ্গে নিশোর কাছে প্রশ্ন ছিল— আপনার বন্ধু নিরব হোসেনও আপনার উপর রেগে গেছেন। তিনি বলেছেন কেন আপনি তার নাম নিলেন? আপনার বিয়ে, সন্তানও তো গোপন আছে?

এর জবাবে নিশো বলেন, ‘নিরব, ইমন আমার বন্ধুরা অনেকেই ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখে। তবে সেটা ক্যারিয়ারে কিছু যোগ করে না। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। আমি ফোনে কথা বলব।’

এদিকে নিশোর আগের বক্তব্যের জেরে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে নিরব বলেছিলেন, ‘আফরান নিশো আমার বন্ধু, অথচ তার বিয়ে ও বাচ্চা হওয়ার খবর আমি জানতাম না। শুধু আমি না আমাদের মিডিয়ার কেউ হয়তো জানত না। আমার বিয়ে, বাচ্চা গোপন করেছি কি না আপনারাই জানেন। হলফ করে বলতে পারি, মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে।’

প্রসঙ্গত, বর্তমানে সিনেমার প্রচারে কলকাতায় অবস্থান করছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা ও অভিনয়শিল্পীরা। ওপার বাংলায় শুক্রবার (২১ জুলাই) মুক্তি পায় এই চলচ্চিত্রটি।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত