আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রবীণদের সংগঠন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী দানেশ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমাকান্ত প্রসাদ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন এবং ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী দানেশ আহম্মেদের হাতে সংবর্ধনা স্মারকপূর্বক ক্রেস্ট তুলে দেন সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম। এতে ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।
এসএইচ