‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে অবস্থিত ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। একইসঙ্গে তাকে গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।
সংবাদমাধ্যমকে এ কথা জায়েদ নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, ‘কভিড সময়কালে আমার কর্মকাণ্ড ও মানবিকত তৎপরতা তাদের দৃষ্টিগোচর হয়েছে। কেননা তারা আমার নিকট পূর্বে আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে। এছাড়াও আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে। জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি আবেগ আপ্লুত, এই সম্মান আমি ধরে রাখার চেষ্টা করবো।’
আরও পড়ুন-
আপন বড় বোনকে অভিনয়ে আনলেন সাবিলা নূর
পরীমণিকে ১০০ কোটি ‘চুমু’ দিলেন শরিফুল রাজ
এ সম্মাননা প্রসঙ্গে জায়েদ আরও বলেন, ‘এটি একটি বিরল সম্মান। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এ অর্জন আমার দেশের জন্য।’
বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের সদর দপ্তরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জায়েদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার প্রদান ও সম্মাননা তুলে দেওয়ার পর আমন্ত্রিতদের নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
জায়েদসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।