বিয়ে-সন্তান নিয়ে মন্তব্য: আফরান নিশোকে কড়া জবাব দিলেন নিরব

আমি বিবাহিত হলে, সকলকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না। ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমার বন্ধু নীরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়; ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সদ্য বড় পর্দায় পা রাখা অভিনেতা আফরান নিশোর এমন বক্তব্যে ক্ষোভ করেছেন ঢাকাই সিনেমার নায়ক নিরব।

নিশোর এমন বক্তব্যের জবাবে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে উল্টো নিশোকে নিয়েই প্রশ্ন তুলেছেন নিরব। বলেছেন, বিয়ে ইস্যুতে নিশো যে কথাগুলো বলে যাচ্ছেন সেই ঘটনা সে নিজেই ঘটিয়েছেন।

নিরব বলেন, ‘আফরান নিশো আমার বন্ধু, অথচ তার বিয়ে ও বাচ্চা হওয়ার খবর আমি জানতাম না। শুধু আমি না আমাদের মিডিয়ার কেউ হয়তো জানত না। আমার বিয়ে, বাচ্চা গোপন করেছি কি না আপনারাই জানেন। হলফ করে বলতে পারি, মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে।’

এই চিত্রনায়ক বলেন, ‘আমি পালিয়ে বিয়ে করেছি, তার পরও গোপন করিনি। আমি নিজেই গণমাধ্যমে ফোন করে জানিয়েছি। সেসব খবর ছাপা হয়েছে। আমার বাচ্চা হলো, আমি গণমাধ্যমকে জানিয়েছি। গুগল করলেই খবর পাওয়া যাবে। অথচ নিশোর বিয়ের ও বাচ্চা হওয়ার খবর গোপনই ছিল। অথচ নিশো আমার বন্ধু, সে ভারতের পত্রিকায় গিয়ে এমন মিথ্যে কথা কিভাবে বলল আমার বোধগম্য হচ্ছে না।’

ক্ষোভ প্রকাশ করে উল্টো প্রশ্ন রেখে নিরব বলেন, ‘আপনারাই বলুন, নিশো যে বিয়ে করছে সে খবর জানেন? তার বিয়ের খবর গণমাধ্যমে এসেছে? তার বাচ্চা আছে, এ খবর কি কেউ জানে? গণমাধ্যমে কখনো এসেছে? যে ইস্যু নিয়ে নিশো একের পর এক কথা বলে যাচ্ছে সেই ঘটনা সে নিজেই ঘটিয়েছে। বরাবরই সে বউ-বাচ্চাকে আড়াল করেছে, গোপন করেছে।’

গেল ঈদে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই সিনেমাটিই এবার ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় যান নিশো। সেখানকার সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকার চিত্রনায়ক নিরব ও ইমনকে নিয়ে এমন মন্তব্য করেন নিশো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *