আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বদলী জনিত বিদায়ী ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের আহবানে এবং সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে আয়োজিত ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম (দৈনিক দেশ মা), সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার (দৈনিক সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল (দৈনিক পত্রালাপ), কোষাধ্যক্ষ ধীমান চন্দ্র সাহা (দৈনিক মাধুকর), সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), পাঠাগার সম্পাদক আনন্দ কুমার গুপ্ত (দৈনিক সকালের সময়), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেন (দৈনিক খোলা কাগজ), আশরাফ পারভেজ (দৈনিক সংবাদ), হীরেন্দ্র নাথ বর্মন (দৈনিক নিলফামারী বার্তা), কুদরত ই খুদা (দৈনিক এশিয়া বার্তা), পরেশ গুপ্ত (দৈনিক দেশ মা), বিকাশ গুপ্ত (দৈনিক দেশ মা), মো. আমিনুল ইসলাম (দৈনিক প্রতিদিনের চিত্র) প্রমুখ।
বদলী জনিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, ফুলবাড়ীতে প্রায় ৮ মাসের কর্মজীবনে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। পেশাদারিত্বের সাথে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের উন্নয়নমুখী সাংবাদিকতা ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়েছেন। আগামীতেও একই ধারা বজায় রেখে ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের আহবান জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম ফুলবাড়ী থেকে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হিসেবে বদলী হয়েছেন।
এসএইচ