সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে নানা আয়োজনে আবুল পীরের উফাত দিবস পালন

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর পিতা গাজীপুরের প্রবীন পুরুষ, আধ্যাত্মিক সাধক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফের হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের আজ ৩০ তম উফাত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের নিজ বাসভবনে মিলাদ, কিয়াম, আলোচনা, দোয়া ও ভোজের আয়োজন করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার ভক্ত অনুশারীরা পৃথক পৃথক ভাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। উল্লেখ্য ১৯৯৩ ইংরেজি সালের ২০ জুলাই তিনি উফাত বরণ করেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত