মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরীর পিতা গাজীপুরের প্রবীন পুরুষ, আধ্যাত্মিক সাধক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফের হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের আজ ৩০ তম উফাত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের নিজ বাসভবনে মিলাদ, কিয়াম, আলোচনা, দোয়া ও ভোজের আয়োজন করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার ভক্ত অনুশারীরা পৃথক পৃথক ভাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। উল্লেখ্য ১৯৯৩ ইংরেজি সালের ২০ জুলাই তিনি উফাত বরণ করেন।
এসএইচ