সর্বশেষ সংবাদ

ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এ জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।

এদিকে গত বেশ কিছুদিন ধরে রাজ-পরীমণির সন্তান রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। নেটদুনিয়ায় পরীমণি নিজেই এ কথা জানিয়েছেন।

এ নিয়ে অবশ্য রাজও পাল্টা স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তার সমবেদনার কথা। কিন্তু সে কথার কোনো পাত্তা দেয়নি ভক্তরা। এবার সেই ভক্তদের জন্য সুসংবাদ দিলেন পরীমণি।

রাজ্য সুস্থ হয়েছেন বলে জানিয়ে বুধবার (১৯ জুলাই) পরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার পদ্মফুল সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আলহামদুলিল্লাহ।

সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি আরও লেখেন, আপনারা সবাই আমার পদ্মকে কতো ভালোবাসেন! ও বড় হলে আমি সবার কথা বলব একদিন।

প্রসঙ্গত, একসঙ্গে ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে ভালোবাসায় আবদ্ধ হন শরিফুল রাজ ও পরীমণি। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে অম্ল-মধুর সম্পর্কে তাদের দাম্পত্য জীবন চলছিল। তবে গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়।

যেগুলোতে তাকে তিন জন অভিনেত্রীর সঙ্গে একান্ত অবস্থায় দেখা গেছে। এই সূত্রে রাজ-পরীর সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। যদিও ২০ মে থেকেই তারা আলাদা রয়েছেন বলে জানান পরী। তবে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত