গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: রংপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার ১৬ জুলাই রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী, কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে গৃহবধূকে শোবার ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন তিনজনকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মহন্ত জাগো নিউজকে বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন।আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *