নির্বাচন প্রত্যাখান করলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার (১৭ জুলাই) নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে হিরো আলম এ ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, আমি নির্বাচন মানি না। এটা সম্পূর্ণ পরিকল্পিত। জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মীরাই এ হামলা করেছে। এ নির্বাচন আমরা প্রত্যাখান করলাম।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে হিরো আলমকে একদল লোক মারধর করে। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা যায়।

পরবর্তী সময়ে আহত অবস্থায় রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *