সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ৩৭টি বিদ্যালয়ে তালা

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (ইঞঅ) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে রবিবার (১৬ জুলাই) ৩৭ টি বিদ্যালয়ে একযোগে তালা ঝুলানো হয়েছে।

এতে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের এক দফার আন্দোলনের জন্য বিদ্যালয়ে তালা ঝোলানোর কারণে ক্লাস করতে না পেরে বাড়ি ফিরতে বাধ্য হয়েছে।

সরেজমিনে, উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ১১ টায় গিয়ে দেখা যায়, সকল শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী ছিল না। শিক্ষার্থীরা সকাল ১০টায় বিদ্যালয়ে আসলেও শিক্ষকদের একদফার আন্দোলনের জন্য শ্রেণিকক্ষে তালা ঝোলানো কারণে শ্রেণিকক্ষে কোনো ক্লাস করতে না পারায় বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে।

ফুলবাড়ীর ঐতিহ্যবাহী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির (ইঞঅ) ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকালে ৯৫ ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে আসলেও আন্দোলনের জন্য তাদের ক্লাস নেওয়া সম্ভব হয়নি। শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা বাড়ি ফিরে গেছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি (ইঞঅ) ফুলবাড়ী শাখার আহবায়ক খন্দকার আবুল হাসান বলেন, সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (১৬ জুলাই) সকাল থেকে তালা ঝুলিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে উপজেলা কমিটি। এতে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা বেঘাত ঘটলেও পরবর্তীতে শিক্ষকরা সেটি পুষিতে দেবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম বলেন, শিক্ষকদের আন্দোলনের বিষয়টি আপনার কাছে এবং এর আগে দু’জন প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পেরেছি। পুরোপুরি জানা নেই। তবে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন আন্দোলনে থাকলেও তারা গোপনে ক্লাস নিয়েছেন। তবে শিক্ষক সমিতি আন্দোলনের বিষয়ে কোনো কিছু জানায়নি।

এসএইচ

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত