ভূঞাপুরে শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা আটক

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ইসমাইল মন্ডল (৪২) নামে এক চা বিক্রেতাকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল মন্ডল ওই গ্রামের হযরত মন্ডলের ছেলে। পারিবারিক সম্পর্কে ইসমাইল শিশুটির বাবার বন্ধু।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসমাইল তার বন্ধুর মেয়েকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে শিশুটির মুখ চেপে জোরপূর্বক ধর্ষণকালে ডাক-চিৎকার করে ঘর থেকে বের হয়ে তার মাকে ঘটনাটি বলে। এদিকে, শিশুটির চিৎকারে আশপাশের লোকজন বাড়িতে এসে ইসমাইলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। ওই শিশুটি স্থানীয় একটি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

শিশুর বাবা বলেন, ইসমাইল আমার অবুঝ শিশু মেয়েটিকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। পরে মুখ চেপে অনৈতিক কাজ করে। বিষয়টি নাজির মেম্বারসহ প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টায় মিমাংসার কথা বলছেন।

নিকরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। মেয়েটির বাবা ও অভিযুক্ত ইসমাইলের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। ঘটনাটি মিথ্যা অভিযোগ করছেন তিনি।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মো. মাসুদুল হক মাসুদ বলেন, ঘটনাটি অন্যের মাধ্যমে জানতে পেরেছি। সত্যতা কতটুকু জানি না।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার প্রমাণ মিলছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *