সর্বশেষ সংবাদ

মির্জাপুরে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ট্রাইবেগারে লৌহজং একাদশ বিজয়ী

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ‘অনুর্ধ্ব-১৭ (বালিকা)’ উপলক্ষ্যে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে পৌর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আলম ফিরোজ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুম রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুর রহমান লাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ খেলায় বংশাই একাদশ দল ও লৌহজং একাদশ দল অংশ নেয়। নির্ধারিত ৪০ মিনিটে কোনো দলই গোল করতে না পাড়ায় ট্রাইবেগারের মাধ্যমে বংশাই একাদশ দল-২ ও লৌহজং একাদশ দল ৩ গোল করে বিজয়ী হয়।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত