মা হওয়া তো মুখের কথা না, সময়ের ব্যাপার: পূর্ণিমা

দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। তবে দীর্ঘসময় ধরে অনুপস্থিত ক্যামেরায়।

সম্প্রতি জনপ্রিয় এই চিত্রনায়িকাকে নিয়ে দেশীয় শোবিজে নতুন গুঞ্জন উঠেছে, তিনি আবারও মা হতে চলেছেন। এমন গুঞ্জনের কারণ হিসেবে বলা হয়েছে, নতুন করে কোন অনুষ্ঠান হাতে নিচ্ছেন না তিনি। আগে শিডিউল দেওয়া যেসব কাজ করছেন প্রতিটি অনুষ্ঠানেই নায়িকা আসছেন ঢিলেঢালা পোশাকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নায়িকা পূর্ণিমা সংবাদমাধ্যমকে বলেন, মা হতে যাচ্ছি এমন গুঞ্জন আমিও শুনতে পাচ্ছি। তবে মা হওয়া তো মুখের কথা না। সময়ের ব্যাপার। যারা এমন সংবাদ করছেন তাদের বলব কথা না বলে সংবাদ না প্রকাশ করার জন্য। এমন সুখের খবর নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ কাম্য নয়। আমি নিজেই জানাব এমন কিছু হলে৷

তিনি বলেন, এটা লুকানোর বিষয় নয়। সবাই ভাবছে আমার পোশাক ঢিলে ঢালা মানে আমি ‘প্রেগনেন্ট’ এমনটা নয়৷ পোশাক তো মানুষ পড়ে নিজেকে কমফোর্টেবল ফিল করানোর জন্য। এটা নিয়ে গুঞ্জন না ছড়ানোই ভাল।

বর্তমানে পরিবারকে বেশি সময় দেওয়ার কারণে বাইরে কম দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন ঢালিউডের এই নায়িকা।

উল্লেখ্য, ২০১৪ সালে পূর্ণিমা তার দ্বিতীয় স্বামী আহমেদ জামাল ফাহাদের ঘরে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। এরপর ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে তৃতীয় স্বামী হিসেবে গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *