সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে আব্দুর রাজ্জাক নামে একজন সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন, নওগাঁ জেলার মান্দা থানার নজর আলির ছেলে আব্দুর রাজ্জাক (৬০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিণহাটি এলাকায় জয়নাল হোসেনের সাত তলা ভবনের নিরাপত্তা কর্মীর কাজ করতেন আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকাল ১১ টার সময় সাত তলা ভবনের ছাদ থেকে পরে আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। এলাকাবাসী ছাদ থেকে পরে মৃত্যুর বিষয়টি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

ওই ভবনের মালিক জিল্লুর রহমান জানান, আমার ভবনের ছাদ থেকে পড়ে সিকিউরিটি মৃত্যু হয়। কেন ছাদ থেকে পরে মৃত্যু হয়েছে আসলে বুঝতে পারতেছি না।

কালিয়াকৈর থানার (এস আই) জামিনুর রহমান জানান, সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ঘটনাটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা ময়না তদন্তের পর বোঝা যাবে। লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত