শাহরুখ খানের মায়ের চরিত্রে দীপিকা!

শাহরুখ-দীপিকা মানেই দারুণ কিছু। এর আগে একাধিকবার এ প্রমাণ দিয়েছেন তারা। সবশেষ ‘পাঠান’ ছবিতেও বাজিমাত করেছেন। এবার শাহরুখের নতুন সিনেমা ‘জাওয়ানে’র দেখা যাবে দীপিকাকে। তবে শাহরুখের মায়ের চরিত্রে থাকবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আগেই জানা গিয়েছিল, ‘জওয়ান’-এ একটি গানে থাকবেন নায়িকা। তবে এবার প্রকাশ্যে এসেছে, লাল লেহেঙ্গা পরা দীপিকার ঝলক। ‘জওয়ান’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সেই কারণেই অভিনেতা থাকছেন বাবা-ছেলে দুই চরিত্রেই। তাই দীপিকাকে যেমন মায়ের চরিত্রে দেখা যাবে, তেমনই দেখা যাবে শাহরুখের স্ত্রীয়ের চরিত্রে। শোনা যাচ্ছে, দীপিকার চরিত্রটা কারাগারে জন্ম দেবে সন্তানের। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবে জুনিয়র শাহরুখ।

‘জাওয়ান’ ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে থাকছেন নয়নতারা। এছাড়া অভিনয় করছেন বিজয় সেথুপতি, থালাপতি বিজয়। সব মিলিয়ে বড় ধামাকা আসতে চলেছে বলা যায়।

ছবিটি নির্মিত হয়েছে প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দক্ষিণি সিনেমার এই সময়ের আলোচিত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *