ঈদের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি। প্রেক্ষাগৃহে ভিড় করছেন এই অভিনেতার ভক্তরা। তাদের ভালোবাসায় মুগ্ধ শাকিব খান।
ঢালিউড সুপারস্টার শাকিব খান সোমবার (১০ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
পোস্ট করা ওই ছবির সঙ্গে শাকিব ক্যাপশনে জুড়ে দিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার হৃদয় দোলানো রোমান্টিক ডায়ালগ, ‘আমি কোনো রাজপুত্র নই’।
পাঠকের জন্য জন্য শাকিব খানের সেই পোস্টটি তুলে ধরা হলো:
‘আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়া নেই- কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে; তুমি আমার প্রিয়তমা হবে?’
‘প্রিয়তমা’ সিনেমার এ ডায়ালগ দর্শকদের সঙ্গে শেয়ার করে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে শাকিব আরও লিখেছেন:
‘ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন- সবাইকে নিয়ে প্রিয়তমা উপভোগ করুন।’
আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খান বর্তমানে সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই স্ট্যাটাস দিয়েছেন তিনি। কিন্তু কার উদ্দেশ্যে কেন এই স্ট্যাটাস যারা একটু হলেও সিনেমার খবর রাখেন তারা বুঝবেন নিশ্চিত।