কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আইন-শৃংখলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) ওসি জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিন, সাবেক কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আঃ রশিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আবদুল আলীম অভিসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা আলোচনা করেন আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডেঙ্গু সচেতনা মূলক, উপজেলার প্রতিটি স্কুলে প্রচার-প্রচারণা বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধ, ডাকাতি, ছিনতাই, গাড়ী চুরি প্রতিহত করতে সাদা পোষাকে পুলিশ মোতায়েন, বিভিন্ন বিষয়ে নির্দেশনা মূলক বথা বলেন। এ সময় আইন-শৃংখলা আরও গতিশীল করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসএইচ