সর্বশেষ সংবাদ

শাকিব-অপুর ছেলে জয় কোন ধর্মের অনুসারী?

শাকিব খান ধর্মে মুসলিম, অন্যদিকে অপু বিশ্বাস হিন্দু। তারা ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালে। তাদের এই ভালোবাসার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় বাধা হয়ে দাঁড়ায়নি। যদিও দীর্ঘ সময় তারা তাদের বিয়ের খবর প্রকাশ করেননি। গোপন সংসার জীবনে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে ছেলে আব্রাম খান জয়।

তাদের এই সংসার টিকেছিল প্রায় দশ বছর। নানা নাটকীয়তার পর ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন শাকিব।

তবে এখন প্রশ্ন হচ্ছে, শাকিব-অপুর ছেলে কোন ধর্ম পালন করবে? তার বয়স এখন সাত বছর প্রায়। ধর্ম বেছে নেওয়ার সময় হয়নি।

জয়ের ধর্ম সম্পর্কে ২০১৯ সালে একটি গণমাধ্যমকে অপু বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে গণমাধ্যমে কেউ সঠিক, কেউ মিথ্যা আবার কেউ কেউ যে যার মতো করে লিখছেন। সেই জায়গা থেকে আমি আজ পরিষ্কারভাবে বলছি, আমি একজন হিন্দু। আমার সব নথি-পত্রে আছে আমি হিন্দু। তবে জয়ের বাবা যেহেতু শাকিব খান। সেই জায়গা থেকে জয় ইসলাম ধর্মই পালন করবে।’

ওই একই বছর আরেকটি গণমাধ্যমকে ভিন্ন কথা জানান। তিনি বলেন, ‘ছেলে আমার সঙ্গে রয়েছে। তাই আমার মতো করেই সে বড় হচ্ছে। ভবিষ্যতের কথা তো বলতে পারব না। আমার ছেলে যেহেতু আমার সঙ্গে আছে, সে আমার মতো করেই বড় হচ্ছে। জয় তার ইচ্ছানুযায়ী ধর্ম বেছে নিতে পারবে। বড় হয়ে সেই সিদ্ধান্ত নেবে বাবার ধর্ম অনুসরণ করবে নাকি মায়ের!’

এরপর ২০২০ সালের আরেক গণমাধ্যমকে অপু বলেন, ‘জয়ের ধর্ম নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলব না। সময়ই সেটা বলে দেবে। যেসব গণমাধ্যম জয়ের ধর্ম নিয়ে সংবাদ করেছে সেসব বিভ্রান্তিকর ও বানোয়াট। জয়ের ধর্ম নিয়ে আমি কিছু বলিনি। আর এ মুহূর্তে কিছু বলতেও চাই না।’

যদিও ছেলের ধর্ম নিয়ে শাকিব খান কখনও গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। জানাননি কোনো প্রতিক্রিয়া। তবে ধারণা করা হয়, তিনিও চান ছেলে তার মতোই ইসলাম ধর্মের অনুসারী হোক।

তবে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে সময় কাটায় জয়। অন্যদিকে মায়ের সাথে পূজা উদযাপন করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি থেকে এমনটা জানা যায়।

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত