শাকিব ভাই অনেক বড় স্টার, এতে কোনো সন্দেহ নাই: রায়হান রাফি

ঈদুল আজহায় উপলক্ষে গত ২৯ জুন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’ সিনেমা। চরকি ও আলফা আই এর যৌথ প্রযোজনায় সিনেমাটিতে নিশো ছাড়াও অভিনয় করছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ অনেকেই। মুক্তির পরেই সিনেমাটি দেখতে দর্শকদের ভীড় লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করেছেন এবার হয়তো সিনেমা নিয়ে কাদা ছোড়াছুঁড়ি হবে না। সিনেমার তারকা ও কলাকুশলীদের নিয়ে অতটা তর্ক বিতর্ক বা ভার্চুযাল যুদ্ধ না হলেও ভক্তদের মধ্যে শুরু হয় চরম ভার্চুযাল যুদ্ধ।

সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিচালক রায়হান রাফী। গতকাল শনিবার (৮ জুলাই) মিরপুরের স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে শনিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার স্পেশাল শোর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন এই নির্মাতা।

এসময় তিনি বলেন, শাকিব ভাই অনেক বড় স্টার, এতে কোনো সন্দেহ নাই। ওনার ‘প্রিয়তমা’ ছবিটি ভালো চলছে। আপনারা প্রিয়তমা নিয়ে লাফালাফি করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোন একজন আমার ‘সুড়ঙ্গ’ নিয়ে পোস্ট দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে কেনো। শুধু তাই নয়। মা-বাবা তুলেও তারা গালাগালি করছে। এ অধিকার তো কারো নেই। যেসব আইডি থেকে গালি দেওয়া হয় অধিকাংশই ভুয়া আইডি। এটার দায় কিন্তু স্টারকেই নিতে হবে। আজকে যদি আমার কোন ভক্ত আপনাকে গালি দেয় আপনি কিন্তু আমাকে বলবেন।

রাফী বলেন, ‘এগুলো প্ল্যান করে করা। আমাদের কাছে তথ্য আছে। ১০০ থেকে ২০০ জন মানুষ এটা করছে। যাদের একেকজন ৪-৫টি ভুয়া আইডি খুলে নোংরামি করছে। আমি এগুলো বুঝি। কারণ, আমি মাদ্রাসায় পড়াশুনা করেছি। হোস্টেলে থেকেছি। এজন্য রাজনীতি জিনিসটা ভালো বুঝি। রাজনীতি না জানলে আমি এখানে আসতে পারতাম না। আমি অনেক কথা বলি না। বললে নোংরামি হবে।’

‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্য ঠেকাতে একটি গ্রুপ কাজ করছে অভিযোগ তুলে এই নির্মাতা বলেন ‘সুরঙ্গ সিনেমাকে শুইয়ে দিতে হবে- কোন জায়গায় বা কোন গ্রুপ থেকে এ প্লান হচ্ছে আমরা সেটা জানি। এছাড়াও কারা কারা সেই গ্রুপের সঙ্গে জড়িত সেটাও আমাদের জানা। নাম প্রকাশ করে লজ্জায় ফেলতে চাই না। কারণ, ইন্ডাস্ট্রিতে শাকিব খানের দরকার আছে, আফরান নিশো, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, আরিফিন শুভ, নিরব, ইমনসহ সবাইকেই দরকার আছে। কাউকে শোয়াইতে হবে কেনো?

রাফি মনে করেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের ভক্তরাই বেশি নোংরামি ছড়াচ্ছে। তাই শাকিব খানের উদ্দেশ্য করে রাফী বলেন, ‘আপনি তো অনেক বিষয়েই ভিডিও বার্তা দেন। একটি ভিডিও বার্তা দিয়ে আপনি আপনার ভক্তদের বলেন- তোমরা অন্যের পোস্টে গিয়ে নোংরামি করো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *