ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের সিনেমাটি প্রযোজনাও করেছেন অপু।
দেশের ১৩টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। শুক্রবার (৭ জুলাই) বিকালে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটি দেখেন নায়িকা অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, প্রার্থনা ফারদিন দিঘী, দোয়েল ম্যাশ, নির্মাতা সোহানুর রহমান সোহান, এস এ হক অলিক, অপূর্ব রানা, বুলবুল বিশ্বাস, অভিনেতা সুব্রত, রাশেদ মামুন অপুসহ অনেকে।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘খুব ভালো লাগছে আমার ডাকে আমার সহকর্মীদের অনেকেই এসেছেন। ঈদে দর্শক অন্যদের সিনেমার পাশাপাশি ‘লাল শাড়ি’ সিনেমাটা দেখছে। ভালো ভালো রিভিউ দিচ্ছে। এটা আমার প্রথম প্রযোজিত সিনেমা, আবেগের একটা বিষয়। সবাই এসে আমাকে সাহস জুগিয়েছে। এটা সত্যি অনেক আনন্দের, ভালোলাগার।’
চিত্রনায়িকা অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময়ে ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক।