নোয়াখালীতে ১৪ জুয়াড়িসহ গ্রেফতার ৩৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৩৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের ৪ জন আসামি সহ ৫জনকে গ্রেফতার করা হয়। হাতিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ২জন আসামি সহ সাধারণ মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় পরোয়ানাভুক্ত তিন আসামি এবং চাটখিল থানায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়। চরজব্বর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার পুলিশ ১৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করে।

অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কবিরহাট উপজেলার কালামুন্সি বাজারের কাশেমের দোকান থেকে ১৪ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় নগদ-২১ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

এসপি আরও জানায়, জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *