সর্বশেষ সংবাদ

ঘাটাইলে গাড়ির চাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি এক পথচারীকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। মৃত ওই পথচারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লোকমান হোসেন বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি থানায় রাখা হয়েছে। পরিচয় পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ

আরও পড়ুন

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

টাঙ্গাইল-৭ আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেলেন শুভ এমপি

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক...

সেরা পঠিত