সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে দুই চাচাতো ভাই মোটর আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাবারীকোলা গ্রামের মাসুদ মুন্সীর ছেলে কীটনাশক ব্যবসায়ী জামিরুল মুন্সী (৪০) ও একই গ্রামের জালাল মুন্সীর ছেলে অনার্সের ছাত্র বাবু (২৫)। এ ঘটনায় অপর মোটর আরোহী ফারুক সিকদার আহত হয়েছে।

জানা যায়, জামিরুল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চাচাতো ভাই বাবু ও ফারুককে নিয়ে মোটরবাইকে কাশিনাথপুরে রওনা হয়। বৃহস্পতিবার ছিল জামিরুলের কীটনাশকের দোকানের হালখাতা। পথিমধ্যে চন্ডিপুর রেললাইন অতিক্রমের সময় পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচর ়এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই কাটা পড়ে দুই চাচাতো ভাই নিহত হয়। অপর আরোহী মোটর বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। দুই ভাইয়ের নিহতের কথা শুনে এলাকায় স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠছে। সংবাদ পেয়ে ঈম্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *