এফডিসি নিয়ে আমি ৫ বছর আগে যা ভেবেছিলাম, এখন তাই হয়েছে: বাপ্পারাজ

এফডিসিতে শুধু আড্ডাবাজি করলেই হবে না। সময়ের সঙ্গে নির্মাণে নতুনত্ব আনতে হবে বলে মনে করেছেন অভিনেতা বাপ্পারাজ। বুধবার বিকেলে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন অভিমত প্রকাশ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেতা।

এবারের ঈদে চলচ্চিত্র দারুণ চাঙ্গা উঠেছে এ কারণে উচ্ছ্বাস প্রকাশ করে বাপ্পারাজ বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ সিনেমা হলে যাচ্ছে, টিকিট পাচ্ছে না। এটা দারুণ খবর। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের খবর।’

এভাবেই বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন জজ ব্যারিস্টার খ্যাত অভিনেতা।

প্রসঙ্গক্রমে বাপ্পারাজ বলেন, ‘কদিন আগে ডাবিংয়ে গিয়েছিলাম। ঝর্ণা স্পটের সামনে বসেছিলাম। একসময় এখানে কত গানের শুটিং হতো। এখন একদম ভুতুড়ে। এফডিসিতে এখন সন্ধ্যার পর ভয় লাগে। অথচ এই এফডিসি কত জমজমাট ছিল। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন এফডিসির বাইরে চলে গেছে।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত প্রিয়তমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন প্রহেলিকা, সৈকত নাসির নির্মাণ করেছেন ক্যাসিনো ও রায়হান রাফি নির্মাণ করেছেন সুড়ঙ্গ। এরা কেউই এফডিসি ঘরানার নির্মাতা নন।

এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ‘এফডিসিতে শুধু আড্ডাবাজি করলেই হবে না। সময়ের সঙ্গে নির্মাণে নতুনত্ব আনতে হবে। পুরনো খোলস থেকে বেরিয়ে আসতে হবে না, না হলে সেই সিনেমা দর্শক গ্রহণ করবে না। আমি এটা ৫ বছর আগেই ভেবেছি, এফডিসির নির্মাতাদের হাতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থাকবে না। দেখেন তাই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *