অশ্রুসিক্ত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন তামিম ইকবাল। এ ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে এ সিদ্ধান্ত তার একদিনের নয়, আগে থেকে ভেবে নিয়েই এ সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানান।
বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামে হঠাৎ এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। এ সময় অঝোরে কেঁদেছেন তামিম।
গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারের চোট নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই অবসরের ঘোষণা দিলেন।
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকে খেলছি আমার বাবার স্বপ্নপূরণের জন্য। আমার ছোট চাচার হাত ধরে ক্রিকেটাঙ্গনে পা রেখেছি। আমি মাঠে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি সবসময়। কতটুকু পেরেছি জানি না।’
ক্রিকেটার বলেন, ‘আমার ক্যারিয়ারের পেছনে আমার মা, স্ত্রী ও সন্তানদের অনেক আত্মত্যাগ রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে তামিমের ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন, সেঞ্চুরি ১৪টি, ফিফটি ৫৬টি।
এছাড়া টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে তার সংগ্রহ ৫১৩৪ রান। ৩১ ফিফটির সঙ্গে করেছেন ১০ সেঞ্চুরি। আর সবার আগে ছেড়ে দেওয়া টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান। দেশের একমাত্র সেঞ্চুরির সঙ্গে আছে ৭টি ফিফটিও।