সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে আম পাড়তে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহী তানভির (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের ছিটকড়াই (তিলবাড়ী) গ্রামে। নিহত শাহী তানভির একই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে এবং ফুলবাড়ী গ্রীণল্যান্ড মডেল স্কুলের মাধ্যমিক শাখার দশম শ্রেণির আবাসিক ছাত্র ছিল। ঈদের ছুটিতে সে তার গ্রামের বাড়িতে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহী তানভির বুধবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতা বশত গাছের পাশে বিদ্যুতের তার মাথায় স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাকে মুমুর্ষূ অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে। ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়রে করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত