চরিত্রকে জীবন্ত করে তুলতে সামিরা খান মাহির বিকল্প নেই। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। এ কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। তবে এবার তার আলোচনায় আসার কারণ ভিন্ন। নিজের প্রেমিককে সামনে এনে সংবাদের শিরোনাম হয়েছেন মাহি।
মাহির এ আচরণে অনেকেই অবাক। কেননা তারকারা যেখানে প্রেম বিয়ে বিষয়ক খবরাখবর চেপে রাখতে চান সেখানে তার এমন রাখঢাকহীন আচরণের কী কারণ! মাহি জানান, দুই পরিবারের সবার সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন তিনি।
মাহির প্রেমিক সাদাত শাফি নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। বর্তমানে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন তিনি। শাফিকে নিয়ে মাহি বলেন, ‘শাফি আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমার ভালোবাসার সম্পর্কে জড়াই। বিষয়টি আমাদের দুই পরিবার কিছুদিন আগপর্যন্তও জানত না। এর মধ্যে তারাও জেনেছে। তাই সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে এনেছি।’
কিছুদিন আগে অসুস্থ ছিলেন মাহি। এসময় পাশে ছায়ার মতো থেকে প্রেমিকার সেবা করেছেন শাফি। এমনটা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমরা তিন ভাইবোন। মা–বাবা দুজন সিলেটে থাকেন। আমরা তিন ভাইবোন আগে ঢাকায় থাকতাম। ওরা দুজন পড়াশোনা করতে ইউকে আর ইউএসএতে চলে গেছে। এই সময়টায় শাফি আমার পাশে থেকেছে। অসুস্থ হয়ে হাসপাতালে থাকার সময়টায়ও আমার টেককেয়ার করেছে। এর মধ্যে সম্পর্কের বিষয়টা দুই পরিবারকে জানানো হয়।’
কয়েকদিন ধরেই মাহির প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। সম্প্রতি ছোটপর্দার এই অভিনেত্রী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় এক তরুণ পেছন থেকে জড়িয়ে ধরে আছেন মাহিকে।
এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় একটি গাড়িতে বসে আছেন মাহি। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। এরপর ধীরে ধীরে রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন তরুণ। এই তরুণই হচ্ছে মাহির বন্ধু ও প্রেমিক শাফি।