রূপগঞ্জে পূর্ণমিলনী অনুষ্ঠানে যুবলীগের হামলা ভাংচুরের অভিযোগ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের বাড়িতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, গত সোমবার সিদ্ধিরগঞ্জ থানা বিএপির সভাপতি মাজেদুলসহ নেতাকর্মীরা আমার বাসায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আসেন। পরে রাত সাড়ে ৯ টায় দিকে মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ ও সাধারণ সম্পাদক পাবেলের নেতৃত্বে ২-৩শ আওয়ামী সন্ত্রাসীরা আমার বাসায় হামলা ভাংচুর লুটপাট চালায়। এসময় বাঁধা দিতে গেলে রুহুল আমিন নামের আমার বাসার কেয়ারটেকারকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে রাত ১২ টা পর্যন্ত তারা আমার বাসায় অবস্থানরত থেকে চলে যায়। এ হামলার ঘটনায় জেলা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি তিনভাগে বিভক্ত রয়েছে। তাদের একটা পক্ষ কোন কিছু করলে অপরপক্ষ হামলা ভাংচুর চালায়। আর এসব হামলার দায়ভার আমাদের যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়াই তাদের কাজ। আমার জানামতে যুবলীগের কেউ এরকম ঘটনার সাথে সম্পৃক্ত নয়।

এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমানকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি মুঠোফোনটি রিসিভ করেননি।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *