সর্বশেষ সংবাদ

জায়েদ খানের সঙ্গে নেচে খুশি দুই আমেরিকান তরুণী

বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন তরুণীকে নিয়ে মঞ্চ মাতালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই তরুণীকে নিয়ে নাচতে দেখা গেছে তাকে।

যুক্তরাষ্ট্র থেকে এই অভিনেতা জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন তরুণীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছি। মানুষের ব্যাপক হাততালি ও প্রশংসা পেয়েছি। সবাই মেতেছিল আমার নাচে। দর্শকের সাড়াও ছিল অতুলনীয়।’

জায়েদ বলেন, ‘ভার্জিনিয়ায় ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার পারফর্ম ছিল। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত দুজন মার্কিন তরুণী আমার সঙ্গে নাচের আগ্রহ প্রকাশ করেন। ওদের পূর্বপুরুষ বাংলাদেশি হলেও ওরা যুক্তরাষ্ট্রের নাগরিক। পরে আমি ওদের নিয়ে প্র্যাকটিস করি। তারা খুব ভালো করেছে। অনুষ্ঠানের পর তারা জানিয়েছে দুজনই খুব হ্যাপি।’

জায়েদ খান বাদেও এই অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছেন জেমস, তাহসান, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, মোশাররফ করিম, জিয়াউল হক পলাশ, জয় চৌধুরী, প্রিয়মণিসহ একাধিক তারকা।

আরও পড়ুন

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

হিরো আলম বলিউডের স্টার হবে: রাখি সাওয়ান্ত

হিন্দি সিনেমায় অভিনয় করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সিনেমার নাম ঠিক করা হয়েছে 'গ্যাংস্টার'। সিনেমাটি প্রযোজনা করবেন পুলিশ কর্মকর্তা হত্যা...

সেরা পঠিত