সর্বশেষ সংবাদ

বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই নারী পুত্র সন্তানের মা হয়েছেন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা সেই নারী সন্তান জন্ম দিয়েছেন। জেলা শহরের ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ছেলে সন্তানের জন্ম দেন। গত শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. মালেকা সফি ওই নারীর অস্ত্রোপচার করেন।

এই ঘটনায় অভিযুক্ত গোলাম কিবরিয়া বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

ব্যুরো হাসপাতালের সমন্বয়কারী হারুন অর রশিদ বলেন, ‘২/৩ দিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। পরে ওই দিন সন্ধ্যায় তিনি ছেলে সন্তানের জন্ম দেন। ডা. মালেকা সফি ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন।’

ওই নারীর করা মামলায় বড় মনির উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গত ১৫ মে জামিন চেয়ে নিম্ন আদালতে হাজির হন। এরপর আদালত তাকে কারাগারে পাঠান। ওই দিন রাতে বড় মনির অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন বলে জানা গেছে।

রোববার (২ জুলাই) সকালে টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. মকলেছুর রহমান বলেন, ‘বড় মনিরকে কারাগারে আনার পর অসুস্থ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনি (সাংবাদিক) কার্যালয়ে আইসেন বিস্তারিত বলবোনি।’

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে ওই নারী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। সেখানে মূল অভিযুক্তের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। এদিকে, ওই নারীকে অন্তঃসত্ত্বা প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিক্যাল বোর্ড। ভুক্তভোগী গত ৬ এপ্রিল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছিলেন।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত