সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে সকালে অপহরণ রাতে শিশুর লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভারস্থ কালামপুর থেকে সোমবার সকালে মুছা (৪) বছরের শিশু অপহরণ হয়। রাত ৮ টা ৩০ মিনিটেন দিকে কালামপুর গজারী বন থেকে শিশুর লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

এলাকাবাসী ও পরিবার, পুলিশ সূত্রে জানা যায় শিশুটি সকালে বাড়ীর পাশে খেলা করছিল কিছুখন পর তার চাচা শিশুটিকে দেখতে না পেয়ে শিশুর বাবা মাকে খবর দেন, খবর পেয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে না পেয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে মুছা (৪)। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অভিযোগে মহর (৩৮) ও জালাল (৪০) নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ।

কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত