সর্বশেষ সংবাদ

দুই নায়িকাকে পাশে নিয়ে সিয়ামের নতুন কৌশল

এক পাশে অভিনেত্রী সুনেরাহ, অন্য পাশে মিম। মাঝখানে অভিনেতা সিয়াম। দুই নায়িকাকে তিনি ঘিরে ধরেছেন ঠিকই, কিন্তু হাত দিয়ে স্পর্শ করেননি। এটাই সিয়ামের কৌশল। ধরবেন কিন্তু ছোঁবেন না। সিনেমার প্রচারে নানা ধরনের ফন্দি করেন তারকারা। সেই ধারাবাহিকতায় ধরা-ছোঁয়ার এই কৌশল করলেন সিয়াম।

২২ জুন ‘অন্তর্জাল’ সিনেমার পরিচালক দীপংকর দীপন ফেসবুকে একটি ছবি ও ভিডিও পোস্ট করেন। ভিডিওতে সিয়ামকে ছবির প্রচারে গিয়ে নতুন ‘কৌশল’ নেওয়ার কথা বলতে শোনা গেছে। দীপনের পোস্ট করা ছবিতেই সুনেরাহ ও মিমকে দুপাশে নিয়ে মাঝখানে দাঁড়াতে দেখা গেছে সিয়ামকে। নায়িকাদের আগলে ধরলেও সিয়ামের হাতের স্পর্শ লাগেনি তাদের শরীরে। হাত দুটি কিছুটা আলগা রেখেছেন। এই স্থিরচিত্রের ক্যাপশনে দীপন লিখেছেন, ‘সিয়ামকে বলেছিলাম, প্রমোশনে গিয়ে নায়িকাদের হাতটাত ধরো না ভাই। শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।’

নির্মাতার কথায় তাল মিলিয়ে ভিডিওতে সিয়াম বলেছেন, ‘খেয়াল করে দেখুন, আমি নতুন স্ট্রাটেজি নিয়েছি। দুই পাশেই হাত রয়েছে। কিন্তু ছোঁব না।’

কেন এমন কৌশল? তা খোলাসা করেননি দীপন কিংবা সিয়াম। তবে সংবাদমাধ্যমের জানা গেছে, গত বছর রায়হান রাফীর ‘দামাল’ ছবির প্রচারে গিয়ে মিমের হাত ধরেছিলন অভিনেতা শরিফুল রাজ। এ ঘটনাকে কেন্দ্র করে রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন। এমনকি রাজ-মিমের প্রেমের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন পরী। এমন ঝামেলা এড়াতেই সিয়াম এ ধরনের কৌশল করেছেন বলে ধারণা করছেন বিনোদনসংশ্লিষ্ট কেউ কেউ।

‘অন্তর্জাল’ সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ। আগামী ২১ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাব্য তারিখ।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আমাদের বেশিরভাগ দৃশ্যের শুটিং হতো রাতে: তাসনিয়া ফারিণ

আলোচিত মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টোলপড়া মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সেই সঙ্গে অভিনয়ের কারিশমা। তরুণ প্রজন্মের দর্শকের কাছে যিনি একটু বাড়তি আকর্ষণ। ক্যারিয়ার খুব...

পুলিশ কর্মকর্তা হচ্ছেন অভিনেত্রী বাঁধন!

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে...

সেরা পঠিত