সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৪ জুন) বিকালে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এম এস এ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মাঝে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়ক থেকে শ্রমিকরা সড়ে গেলে দেড় ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশের (ওসি) নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত