সর্বশেষ সংবাদ

আমিনপুর আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এতে নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আমিনপুর থানা আলীগের সভাপতি ইউসুফ আলী খান ও সাধারণ সম্পাদক বেড়া উপজেলা চেয়াম্যান রেজাউল হক বাবু। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা থাকায় থানা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জানান, নগরবাড়ি ও কাজীরহাট ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমিনপুর থানা আওয়ামীলীগ দুই গ্রুপে বিভক্ত। প্রবীণ নেতৃবৃন্দ একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবুর একগুঁয়েমির কারণে গ্রুপিং বন্ধ হচ্ছে না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রতিষ্ঠাবার্ষিকীও বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হয়। মঞ্চে বক্তৃতাকালে নেতৃবৃন্দ একে অপরের নিয়ে নানারকম কটূক্তি করতে থাকে। সভাপতি ইউসুফ আলী খানের সভাপতিত্বে সকাল ১০টায় কাশীনাথপুর ফুলবাগান মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও জনসভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা আহমেদ, আমিনপুরর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ সোহাগ, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার, মাশুমদিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক শহিদ, রুপপুরর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মোহন, বেড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএম শাহাবুদ্দিন টুটুল, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ শাহজাহান সিরাজ, কাশীনাথপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহ আলম মোল্লাসহ আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। রীতি অনুযায়ী দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজক ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্চালনার কথা থাকলেও রেজাউল হক বাবু অনুষ্ঠানেই আসেননি।

বিকেলে আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে কাজিরহাট মাসুমদিয়া ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের ব্যানারে কাজীরহাটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সভার ব্যানারে বড় আকারে প্রধান বক্তা রেজাউল হক বাবুর নাম দেয়া হয়। সেখানে থানা আওয়ামীলীগ সভাপতি অনুপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, তিন ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠান হলেও তা আয়োজন,অর্থায়ন ও তত্ত্বাবধানে ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু।তিনি পাবনা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবিরের বিরুদ্ধে বিষোদগার করছেন। উজ্জ্বল সমর্থকদের সাথে নিয়ে আলাদা অনুষ্ঠান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েক কর্মী মন্তব্য করেন, নেতারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে; আর আমরা সাধারণ কর্মীরা বলির পাঁঠা হই। আমরা কার অনুষ্ঠানে যাব? একজনের সভায় গেলে আরেকজনের বিরাগভাজন হতে হয়।

এ বিষয়ে আমিনপুর থানা আলীগের সভাপতি ইউসুফ আলী বলেন, রেজাউল হক বাবু দলের মধ্যে স্বেচ্ছাচারি, স্বৈরতান্ত্রিক আচরণ করছেন। আমিনপুর থানা আওয়ামী লীগের কারো সাথে আলোচনা না করেই একক সিদ্ধান্তে দলের প্রোগ্রাম করছেন। গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমের জন্য তাকে সতর্ক করেও কোন লাভ হয়নি।

আমিনপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এজাজ আহম্মেদ সোহাগ বলেন, রেজাউল হক বাবুর স্বেচ্ছাচারী আচরণের বিষয়ে আমরা জেলা কমিটিকে জানিয়েছি। বড় দলে নেতৃত্বের প্রতিযোগিতা, একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ,পছন্দ, অপছন্দ থাকবে। কিন্তু তাই বলে, দলে বিভক্তি কাম্য নয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলে ঐক্য প্রতিষ্ঠা জরুরি।

এ বিষয়ে আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুর বক্তব্য জানতে তার ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত