সর্বশেষ সংবাদ

উন্মোচন-এর বৃক্ষরোপণ কর্মসূচী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৩ জুন) “চলো করি বৃক্ষ রোপণ, সবুজ পৃথিবী সুস্থ জীবন” স্লোগানে উপজেলার খলিশাকুড়া এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা। কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে সংগঠনটি।

সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব রেমার সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি ক্লোডিয়া নকরেক কেয়ার সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- প্যারিস কাউন্সিলের সভাপতি সুচিত্রা চিছাম, উপজেলা আ.লীগ নেতা ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান, সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, গণমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, কনিকা ক্যাডেট একাডেমির পরিচালক সৈয়দ কুতুব ও শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।

সংগঠনটির সভাপতি ও নারী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া জানান, আদিবাসী সাংস্কৃতিক সংগঠন উন্মোচন-এর ব্যানারে বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্রসহ বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবারেও বৃক্ষরোপণ করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় শিক্ষার্থীরা নানান রকম প্লে-কার্ড এর মাধ্যমে বৃক্ষের প্রতিকি আকুতি তুলে ধরে৷

এসএইচ

আরও পড়ুন

উপজেলা চত্বরে প্রবেশ করায় ১৭ ঘন্টা মুরগি আটকে রাখলেন ইউএনও

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মুরগী প্রবেশ করায় কাজের বুয়াকে দিয়ে মুরগি আটকে রাখলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। প্রায় ১৭ ঘন্টা আটকে রাখার পর...

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

সেরা পঠিত