সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সভা কক্ষে শুক্রবার সন্ধায় আওয়মীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

কেক কাটার পর উপজেলা পরিষদ থেকে আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাস টার্মিনালে আলোচনা সভায় মিলিত হয়।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেল আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ রফিকুল ইসলাম তুষার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাসেম, পৌরসভার প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, কাউন্সিলর আবুল কাশেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারিজউজ্জামান হারিজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয় প্রমূখ।

এসএইচ

আরও পড়ুন

মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শিফা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মীর্জা...

৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

কালিয়াকৈরে উপজেলার সাটুরিয়া শোলহাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন আলী ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ...

সেরা পঠিত