এখন আরও বেশি বেশি কাজের প্রস্তাব পাচ্ছি: জেবা জান্নাত

নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল বৃহস্পতিবার শুটিংয়ে যোগ দেন জেবা। খবর পেয়ে শুটিং স্পটে হাজির হন সংগঠনের নেতারা। বন্ধ করে দেন নাটকের শুটিং।

এদিকে নিষিদ্ধ ঘোষণার পর আরও বেশি কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন জেবা জান্নাত। সংবাদমাধ্যমকে বলেন, আমাকে নিষিদ্ধ করার পর নাটকের প্রস্তাব বেশি বেশি পাচ্ছি। সব প্রস্তাব গ্রহণ করতেও পারছি না। কারণ আমার এতো সময় নেই।

তিনি বলেন, আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। আমি কাজ করবো। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয় তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়বো। এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। যারা প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *