সর্বশেষ সংবাদ

এখন আরও বেশি বেশি কাজের প্রস্তাব পাচ্ছি: জেবা জান্নাত

নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল বৃহস্পতিবার শুটিংয়ে যোগ দেন জেবা। খবর পেয়ে শুটিং স্পটে হাজির হন সংগঠনের নেতারা। বন্ধ করে দেন নাটকের শুটিং।

এদিকে নিষিদ্ধ ঘোষণার পর আরও বেশি কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানিয়েছেন জেবা জান্নাত। সংবাদমাধ্যমকে বলেন, আমাকে নিষিদ্ধ করার পর নাটকের প্রস্তাব বেশি বেশি পাচ্ছি। সব প্রস্তাব গ্রহণ করতেও পারছি না। কারণ আমার এতো সময় নেই।

তিনি বলেন, আমি ফার্মেসিতে পড়াশোনা করি, ইউনিভার্সিটিতে ক্লাস থাকে। আমি কাজ করবো। আর যদি আমাকে একেবারে নিষিদ্ধ করা হয় তাহলে ফার্মেসি বিষয়ের ওপর ক্যারিয়ার গড়বো। এমন নয় যে আমাকে মিডিয়াতেই প্রতিষ্ঠিত হতে হবে। যারা প্রস্তাব দিচ্ছেন তারাও কিন্তু পরিচালক।’

আরও পড়ুন

৮ বছর পর এক হলেন অপূর্ব ও ইরফান সাজ্জাদ

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ এখন ব্যস্ত রয়েছেন ‘ডার্ক জাস্টিস’-এর শুটিং নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই নাটকে তিনি স্ক্রিন শেয়ার করছেন জিয়াউল ফারুক অপূর্বর...

একবার ভুল হয়েছে, তাই বিয়ে নিয়ে এবার আমি বেশি নার্ভাস: স্বাগতা

আবার বিয়ে করছেন বহুগুণের অধিকারী শোবিজ সেলিব্রেটি জিনাত শানু স্বাগতা এটা অনেকটা পুরনো খবরই বলা চলে। গত সেপ্টেম্বরেই এই মডেল-অভিনেত্রী দ্বিতীয় বিয়ের খবর দিয়েছিলেন...

সেরা পঠিত