হাসপাতালে অভিনেত্রী তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

জানা গেছে, বেশ কয়েকদিন টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তমা মির্জা।

এদিকে এবার ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে সিনেমার গান ও ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবিতে তিনি তমার নায়ক চরিত্রে অভিনয় করবেন।

চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *