উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-মোজাম্মেল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনত্রেী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধায় উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন, প্রানী সম্পদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন রফিকুল ইসলাম তুষার প্রমূখ।

অনুষ্ঠান শেষে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি,আর) কর্মসূচির আওয়তায় চেক, ডেউটিন, সার ও বীজ বিতরণ করেন মন্ত্রী।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *