আসন্ন ঈদে একটি ওয়েবফিল্ম নিয়ে আছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আবু হায়াত মাহমুদের ‘মার্ডার নাইনটিজ’ ফিল্মে দেখা যাবে তাকে। এতে তিনি একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন খাইরুল বাসার। এটির মধ্য দিয়ে তারা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন।
‘মার্ডার নাইনটিজ’ ওয়েব ফিল্মটি ৯০ দশকের একটা খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে বলে জানান নির্মাতা। এখানে পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। গল্পে উঠে এসেছে পরকীয়ার কারণে কিভাবে একটি ফুট ফুটে গৃহবধূ এ পৃথিবী ছেড়ে চলে গেল।
নির্মাতা আরও বলেন, ঈদে এটি আরটিভিতে মুক্তি পাবে। দীঘি বলেন, ‘ওয়েব ফিল্ম ‘মার্ডার নাইনটিজের’ গল্পটি অসাধারণ। এতে আমি একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটতে থাকে নানান ঘটনা।’
এর আগে এ গ্ল্যামারকন্যা ‘শেষ চিঠি’ ও ‘ফেরার পর’ নামে আরও দুটি ওয়েব ফিল্মে কাজ করেন। সাম্প্রতিক সময়ে দীঘি ওজন কমিয়ে নিজেকে পারফেক্ট শেপে এনেছেন। বেশ কয়েকটি কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
তার আগে দীঘি জানান, নতুনভাবে হাজির হবেন তিনি। অভিনেত্রী আট মাসে ওজন কমিয়ে ৬১ থেকে ৫২ কেজিতে আনেন। এই আট মাসে তিনি অনেককিছু শিখেছেন।