সর্বশেষ সংবাদ

আবার মুখোমুখি অপু বিশ্বাস ও বুবলী

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী রূপালি পর্দায় ভিন্ন সময়ে এসেছেন। অপুর চলচ্চিত্র জগতে ক্যারিয়ার ১৭ বছরের, বুবলীর ৬ বছরের। একজন এসেছেন ‘কাল সকালে’ ছবি দিয়ে, অন্যজন ‘বসগিরি’ দিয়ে। তবে দুজনে আলোচনায় আসেন, পরিচিতি পান শাকিব খানের সাথে অভিনয় করে।

ব্যক্তিজীবনে গত বছর বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকবিতণ্ডায় জড়ান অপু-বুবলী। প্রসঙ্গে ছিলেন সুপারস্টার শাকিব খান। এখন পরিবেশ কিছুটা ঠাণ্ডা। দুজনই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তবে নতুন খবর হলো, শাকিবকে ছেড়ে ভিন্ন এক কারণে মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী। কোরবানির ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা। যেটা নিয়েই অদৃশ্য এক লড়াই হবে দুই নায়িকার মাঝে।

পর্দার এই লড়াইয়ে অপুর সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।

সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে শুভমুক্তির। তবে প্রেক্ষাগৃহে কার সিনেমা দর্শকদের মন কাড়ে সেই লড়াইয়ের ফল জানতে অপু-বুবলী ভক্তদের অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

প্রয়োজনে ঢাকায় এসে ফেরদৌসের জন্য কাজ করতে চান ঋতুপর্ণা

তিনি হঠাৎ বৃষ্টির নায়ক। জনপ্রিয়তায় বাংলাদেশ ছাড়িয়ে ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। সেই তিনি এবার নতুন পথে হাটা শুরু করলেন। অভিভাবক হওয়ার দৌড়ে ঢাকা ১০ আসনের চূড়ান্ত...

আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে: চঞ্চল চৌধুরী

দুর্দান্ত একটি বিশ্বকাপ হতে পারত ভারতীয় ক্রিকেটের জন্য। শুরু থেকে সব ম্যাচ অপরাজিত থেকেও গত ১৯ নভেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। ভারতের...

সেরা পঠিত