মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় দুইজনকে একমাসের জেল ও আরও একজনকে অর্থদন্ড দিয়েছেন উপজলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান। রোববার (১৮ জুন) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে এই দন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেল ভেকুর ড্রাইভার আলামিন (২৫) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মাটি উত্তোলনের হুকুমদাতা রফিকুল ইসলাম(২৯)। এছাড়া চরাচিথুলিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবুকে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার শালঘর গ্রামে সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের খবর পান প্রশাসন। এসময় উক্ত স্থানে অভিযান চালিয়ে ভকুর ড্রাইভার আল আমিন, রফিকুল ইসলাম, ট্রাকের ড্রাইভার বাবু ও রাসেলকে আটক করা হয়।
এসএইচ