রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় পার্শ্ববর্তী ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিংকন (২২) নিহত হয়েছেন। রোববার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লিংকন ডেমরা মালা মার্কেট এলাকার মৃত আব্দুল সত্তরের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর ওসি তদন্ত আতাউর রহমান জানান, রূপগঞ্জ থানার দিক থেকে একটি মোটরসাইকেলে করে ছাত্রলীগ নেতা লিংকন নিজ এলাকা ডেমরা যাচ্ছিলেন। এ সময় ডেমরা যাওয়ার পথে রূপগঞ্জ থানামুখী একটি পিকআপ (ঢাকা মেট্রো ট ১৩-৩২১৫) চাপা দিলে ঘটনাস্থলে লিংকন মৃত্যুবরন করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালক আটক করা যায়নি। এ ব্যাপারে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *