ঢাকাই সিনেমার ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ঈদ উৎসবে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এখন অপুর ভক্ত-অনুরাগীরা ঈদ এলে প্রেক্ষাগৃহে তার সিনেমার জন্য মুখিয়ে থাকেন।
গত ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। এতে তার ভক্তরা কিছুটা মন খারাপ করেছিলেন। তবে এবার ঈদে অপু স্বমহিমায় প্রেক্ষাগৃহে ফিরছেন।
এবার ঈদে অপুর প্রযোজনায় প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দর্শকের উপহার দিচ্ছেন। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার অভিনয়ও করছেন অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অপু ও পরিচালক। অপু ফেসবুকেও সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, রোজার ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি দেয়ার ইচ্ছা থাকলেও কিছু সমস্যার কারণে দিতে পারিনি। কিন্তু এবার মুক্তির লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’- তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। এখানে জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়াও এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।
সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা। অপু বলেন, ঈদে অনেক ছবির মাঝে ‘লাল শাড়ি’- মুক্তি দিচ্ছি। আমার বিশ্বাস দর্শক ছবিটি প্রাণ ভরে গ্রহণ করবেন।