কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকায় মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী নিজ বাড়ির গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেলে বাড়ির পিছনের গর্তের পানিতে ৭ বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়।
নিহত শিশু মার্জিয়া আক্তার (৭) উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের আহমদ আলীর কন্যা সে ভাউমান টালাবহ মাদ্রাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ এর প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মার্জিয়া আক্তার অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। দীর্ঘ সময় তার বাবা আহমদ আলী অনেক খোঁজাখুঁজির পর নিজ বাড়ির পিছনে পানির গর্তে খুঁজতে গিয়ে শিশু মার্জিয়াকে দেখতে পায় পানিতে ডুবে আছে, তাকে উদ্ধার করে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যর সংবাদ ছড়িয়ে পড়লে আহমদ আলীর বাড়িসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে, রাতেই মৃত শিশুর জানাজা শেষে দাফন করা হয়।
এসএইচ