সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লঞ্চ কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেছেন এ দুই তারকা।
ওই অনুষ্ঠানটির ভেন্যু ছিল সদরঘাটের লঞ্চ টার্মিনাল। সেখানে এত বেশি ভিড় যে হাঁটা বেশ মুশকিলই হচ্ছিল তারকাদের। তবে ওই মুহূর্তে নায়িকা মিষ্টির হাত ধরেন নায়ক জায়েদ খান।
ওই মুহূর্ত প্রসঙ্গে মিষ্টি সংবাদ মাধ্যমকে জানান, ভিড়ে ভয় লাগছিল। তবে সে (জায়েদ) আমার হাত ধরেছিল। তাই এত লোকের ভিড়েও সাহস পেয়েছি আমি।
এ প্রসঙ্গে মিষ্টি আরও বলেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না।
এ সময় তিনি আরও বলেন, ‘তার নাম বললেই আমার পরিবার আরো আগ্রহ দেখিয়ে যেতে বলে। সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি।’
এর আগে জায়েদ বলেছিলেন, ‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। বিয়ে করিনি, ব্যাচেলর বলে সবাই আমাকে অন্য চোখে দেখে। আমার রাশি এ রকম। আমি খুব উপভোগ করি এসব।’
তিনি মনে করেন, কোনো নায়ক কোথাও গেলে যদি মেয়েরা তাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, কোনো মেয়ে যদি তার সঙ্গে সেলফি না তোলে, তাহলে তার হিরোগিরি করার দরকার নেই।